চট্টগ্রাম সংবাদদাতা: দেশের একমাত্র ও বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এবার রেকর্ড সংখ্যক ডিম ছেড়েছে মা মাছ। আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত সাড়ে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ করেছে মৎস্যচাষীরা। নদী দূষণ কম হওযায় ডিমের পরিমাণ বেড়েছে বলে মনে করছেন গবেষকরা।
অপেক্ষা ছিল বেশকিছুদিন ধরেই। অবশেষে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ে বৃহস্পতিবার। মধ্যরাতেই নদীতে ডিম সংগ্রহ করতে নামে স্থানীয় জেলে ও মৎস্যচাষীরা।
শতাধিক নৌকা নিয়ে শুক্রবার বিকেল পর্যন্ত তারা সংগ্রহ করেন ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ।
জেলেরা জানান, রুই, কাতলা, মৃগেল, কার্প ও কালবাউশ মাছের ডিম রয়েছে। এবার সবচেয়ে বেশি পরিমাণে ডিম পেয়ে খুশি তারা।
বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের ফলে নদীর দূষণ কমে যাওয়া ও সরকারের নিয়মিত তদারকির কারণেই এবার হালদায় ডিমের পরিমাণ বেড়েছে।
এদিকে ডিম থেকে পোনা সংগ্রহের জন্য সরকারিভাবে তিনটি হ্যাচারি ও ৬০টির বেশি মাটির কূয়া প্রস্তুত রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর আগে প্রাকৃতিক এই মৎস্য প্রজননক্ষেত্র থেকে সবচেয়ে বেশি ডিম সংগ্রহ করা হয়েছিল ২০১৮ সালে, ২২ হাজার ৬৮০ কেজি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন