মাবুদ আজমী: মেরামতের নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনেক সড়ক খুঁড়ে দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য করে ফেলা রাখা হয়েছে। কোন কোন সড়ক কেটে রাখা হয়েছে ৬ মাস থেকে এক বছর পর্যন্ত। উত্তর সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর দেড় হাজার কিলোমিটার সড়কের প্রায় দেড়শ’ কিলোমিটারে মেরামত কাজ চলছে। নির্ধারিত সময়ে মধ্যে কাজ শেষ করতে না পারলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরদ্ধ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উত্তর সিটির প্রধান প্রকৌশলী।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড, আদাবর পিসি কালচার হাউজিংয়ের দুই নম্বর সড়কের এই চিত্র। ছয় মাস আগে মেরামতের নামে রাস্তা খুড়ে রেখেছে ঢাকা ওয়াসা। অথচ এই সড়কে মেরামতের কাজের সময় শেষ হয়েছে গেলো মার্চ মাসে।
এমন চিত্র এখন উত্তর সিটি করপোরেশন এলাকার। রাস্তা কেটে রেখে চলাচলের অযোগ্য করে রেখেছে ঠিাকাদারি প্রতিষ্ঠানও। কোথাও আবার ওয়াসা পাইপ বসানোর নামে রাস্তা খুড়ে রেখেছে দীর্ঘ দিন। এরসাথে রয়েছে ডেসকো ও বিটিসিএলও। ঢাকা উত্তর সিটিতে সেবা সংস্থাগুলো খুড়ে রেখেছে প্রায় ৫০ কিলোমিটার সড়ক। এসব এলাকার বাসিন্দাদের কাদাপানি ভেঙ্গেই চলাচল করতে হচ্ছে মাসের পর মাস ধরে।
স্থানীয় জনপ্রতিনিধরা বলছেন, দ্রুত কাজ শেষ না করলে ও নিুমানের কাজের জন্য শুধু ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করতে পারেন তারা।
উত্তর সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, তাদের এলাকার দেড় হাজার কিলোমিটারের বেশি সড়ক রয়েছে। এরমধ্যে উন্নয়ন কাজ চলছে প্রায় দেড় শতাধিক কিলোমিটার সড়কের। কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে গাফিলতি পেলে ব্যবস্থা নেয়ার হবে বলেন প্রধান প্রকৌশলী।
ঢাকা মহানগরীর সড়ক উন্নয়নে সবগুলো সরকারি সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন