ভৈরব সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে গকুলনগর বাজার থেকে কালিকাপুর পর্যন্ত সড়কটির একাংশ ভেঙে গেছে। দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকারীরা। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই সড়কটি ভেঙে গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। দ্রুত সড়কটি মেরামতের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একপাশে বিস্তীর্ণ জলরাশি অন্যপাশে ফসলী জমি আর বসত-ঘর, মাঝ দিয়ে গেছে দৃষ্টিনন্দন এই সড়ক। তবে ভৈরবের গকুলনগর বাজার থেকে কালিকাপুর পর্যন্ত এই সড়কটি এখন আর কোন কাজে আসছে না। সড়কের একাংশ মাঝখান দিয়ে ভেঙে যাওয়ায় একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
২০১৬-১৭ অর্থ বছরে সড়কটির নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইভান এন্টারপ্রাইজ। শেষ হয় ২০১৮ সালে। সড়কটি দিয়ে রাধানগর, কালিকাপুর, ওরসপুর, নবীপুর, জগমোহনপুর ও লুন্দিয়া গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ যাতায়াত করে। কিন্ত নির্মাণের দুই বছর না যেতেই সড়কটি ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। তাদের দাবি নিæমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এমন দশা।
তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, প্রবল বৃষ্টিতে সড়কটি ভেঙে গেছে।
এদিকে মাটি ভরাট করে দ্রুত সড়কটির ভাঙা অংশ মেরামত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী প্রকৌশলী।
গকুলনগর বাজার থেকে কালিকাপুর পর্যন্ত সড়কটি নির্মাণে ব্যয় হয়েছিলো ৮০ কোটি টাকা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন