নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে গেল মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে এখন অনলাইন ক্লাস শুরু করেছে এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পড়াশেনার সাথে সম্পৃক্ত ও মানসিক অবস্থা চাঙ্গা রাখা এবং সেশন জট এড়ানো সম্ভব হবে বলে মনে করেন শিক্ষকরা।
করোনা মহামারীর কারণে বদলে গেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিত দৃশ্য। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর শিক্ষায়তনে এখন সুনসান নীরবতা।
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত ও পাঠক্রমে ব্যস্ত রাখতে মাধ্যমিক পর্যায়ে বেশ আগেই ভার্চুয়াল ক্লাস শুরু হয়। পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ও এগিয়ে আসে অনলাইন পাঠদানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও ইনস্টিউিটের ক্লাস এভাবেই চলছে। রোববার থেকে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও শুরু হয় ভার্চুয়াল ক্লাস।
এই উদ্যোগকে ইতিবাচক বললেও, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুস সালাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মহিউদ্দিন প্রদীপ।
বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন শিক্ষার সক্ষমতা বাড়াতে জাতিসংঘ জোর দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। অনলাইন ক্লাস চালিয়ে নিতে পারলে বিশ্ববিদ্যালয় খোলার পরপরই শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে বলে জানান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন