নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যখাতে বাইরের পদক্ষেপ ও হস্তক্ষেপ বেশি বলে অভিযোগ করেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ অভিযোগ করেন।
এসময় তিনি জানান, স্বাস্থ্য খাতের কোথাও অন্যায় হলে তারা কোন রকম ছাড় দিচ্ছেন না।এজন্য দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানে এমন দেখা দেবে সেখানেই আইনের আওতায় আনা হবে বলে জানাান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন,বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে আসার পরই আমরা সেখানে পদক্ষেপ নিয়েছি।
জাহিদ মালেক বলেন, আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ, বাইরের ইনফ্লুয়েন্সটা (প্রভাব) অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমানো হলে আমরা আরো ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবো।
তিনি আরো বলেন, সামাজিক, রাজনৈতিক এমন কি বিদেশের প্রভাব থাকে এরই মধ্যে কাজ করতে হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে চাচ্ছি, কিন্তু ঢেলে আনবো কোথা থেকে সবই তো আমাদের দেশের লোক।।
স্বাস্থ্য খাতের ইতিবাচাক দিক তুলে ধরার আহবান, তা না হলে বিদেশে চিকিৎসা নিতে যাবার প্রবনতা বাড়বে বলে মন্তব্য করেন মন্ত্রী।
শাহনাজ ইয়াসমিন: প্রকল্পের মেয়াদ ছিলো...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন