আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়ে অবশেষে বাড়ি ফিরলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার সাথে সুস্থ হয়ে উঠেছেন কন্যা আরাধ্যাও। তবে, এখনো হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন ও অভিষেক।
সোমবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে মা ও মেয়ে জুহু বীচের বাড়ি ‘জলসা’য় ফিরেছেন। তবে আগের থেকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও হাসপাতালেই রয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন।
অভিষেক বচ্চন টুইটারে তার স্ত্রী ও কন্যার সুস্থ হওয়ার কথা জানান। টুইটারে তিনি লেখেন, আপনাদের সকলের আর্শীবাদে কৃতজ্ঞ। চিরকাল আপনাদের কাছে ঋণী থাকব। সৌভাগ্যবশত ঐশ্বরিয়া এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাবা এবং আমি এখনও হাসপাতালে চিকিৎসাকর্মীদের তত্ত্বাবধানে রয়েছি।
গত ১১ জুলাই বচ্চন পরিবারে করোনার উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করিয়েছিলেন তাঁরা। চার রিপোর্ট পজিটিভ আসায় ওই দিনই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন তাঁরা। পরে নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করেন দু’জনে। এর পর ঐশ্বরিয়া, আরাধ্যা, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও তাঁর দুই ছেলেমেয়েরও করোনা পরীক্ষা হয়। তাতে বাকিদের রিপোর্ট নেগেটিভ এলেও, ১২ জুলাই ঐশ্বরিয়া এবং তাঁর ৮ বছরের মেয়ে আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে। ঐশ্বরিয়া এবং আরাধ্যার মধ্যে করোনার কোনও উপসর্গ ছিল না। তাই শুরুতে বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা। প্রায় এক সপ্তাহ সেই অবস্থায় থাকার পর শ্বাসকষ্টে শুরু হয় মা ও মেয়ের। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয় ঐশ্বরিয়া ও আরাধ্যাকে।
অনলাইন ডেস্ক: ভারতীয় শাস্ত্রীয়...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন