নিজস্ব প্রতিবেদক: হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ দ্রব্যসমূহের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করার জন্য আগামী ২ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি তারিকুল হাকিম-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন এর পক্ষে এডভোকেট মোঃ মাহফুজুর রহমান মিলনের দায়ের করা রিটের শুনানিতে এ আদেশ দেন আদালত।
এসময় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মোহাম্মদ মুরাদ।
হ্যান্ড স্যানিটাইজার, জীবানু নাশক স্প্রে সহ অনুরূপ দ্রব্য সমূহে ব্যবহৃত উপাদান সমূহ অত্যন্ত দাহ্য পদার্থ, এই দ্রব্যসমূহের গায়ে সতর্কতামূলক নির্দেশনা না থাকায়, অজ্ঞতাবশত এসব দ্রব্য ব্যবহারে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। স¤প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের চিকিৎসক রাজীব ভট্টাচার্য অসাবধানতাবশত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহরে ফলে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
শাহনাজ ইয়াসমিন: প্রকল্পের মেয়াদ ছিলো...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন