নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ। তার সমস্যাগুলোর এখনো সমাধান করা সম্ভব হয়নি। তিনি তো চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। বর্তমান করোনা অবস্থায় দেশের হাসপাতালগুলোয় যাওয়া যায় না। ডাক্তাররা আসতে পারছেন না। বিদেশে গিয়ে যে চিকিৎসা করবেন, তারও কোনো সুযোগ নেই। সেই কারণে তার উন্নত যে চিকিৎসা, সে সুযোগ তিনি পাননি। সেই সুযোগের অপেক্ষায় আছি। আশা করব, তিনি সে সুযোগ পাবেন।
শনিবার ঈদুল আযাহা উপলক্ষ্য দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দোয়া ও মোনজাত শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে আটক রাখা হয়েছে এবং বিভিন্ন শর্তারোপ করে রাখা হয়েছে যা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি উদাসীনতা ও অবজ্ঞা বাদ দিয়ে অবিলম্বে ত্রাণের পাশিপাশি বন্যাদূর্গতদের পূর্নবাসনের দাবী জানান। তিনি বলেন, দেশের লাখ লাখ মানুষ বন্যার পানিতে নিমজ্জিত থাকলেও নাম মাত্র ত্রাণ দিচ্ছে সরকার।
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রকে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন