অনলাইন ডেস্ক: রাাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঢাকা উওর ও দক্ষিণ সিটি করপোরেশনের সাড়ে ১৭ হাজার কর্মী এ কাজে নিয়োজিত রয়েছে।
দুপুর থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বর্জ্য সরিয়ে নেয়ার পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা।
বর্জ্য অপসারণের জন্য তিন শতাধিক যানবাহন কাজ করছে। এছাড়া ১২টি পানির গাড়ি দিয়ে স্যাভলন ও ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, কোরবানীর ১০ হাজার টন বর্জ্য সরিয়ে নিতে ২৫৬টি স্থান চিহ্নিত করে দেওয়া হয়েছে। এবারও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি।
বর্জ্য অপসারণ কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করতে সকাল থেকেই ডিএনসিসি’র ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ দুপুর দুইটা থেকে শুরু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ কর্মসূচিতে সাড়ে পাঁচ হাজার টন বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। কর্মসূচি সফল করতে পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী সবার ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণে দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়া অভিযোগ জানাতে একটি নম্বর চালু করা হয়েছে। দক্ষিণ সিটির বাসিন্দারা বর্জ্য নিয়ে যে কোন অভিযোগ থাকলে ০১৭০৯৯০০৭০৫ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন এলাকায় বর্জ্য সংরক্ষণের জন্য প্রায় ১ লাখ বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার (২৭...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন