নিজস্ব প্রতিবেদক: করোনাকালে যুবাদের অবদানের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদে লোগো উন্মোচন অনুষ্ঠানে একথা জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত ছিলেন ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইহান।
যুবকরাই একটি দেশের অদম্য শক্তি। এবারের নভেল করোনাভাইরাস অতিমারী মোকাবেলাতেও যুবারা অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই তাদের মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটালের অধীনে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
একক ও দলীয়ভাবে ১০টি ক্যাটাগরিতে যুবকদের পুরুস্কৃত করা হবে বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন