সিলেট সংবাদদাতা: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপ-কেন্দ্রে অগ্নিকাণ্ডের একদিন পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিলেট। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিলেট নগরী ও জেলার বিভিন্ন এলাকার মানুষ। ব্যাহত হচ্ছে চিকিৎসাসহ জরুরি সেবা। তবে বিকালের পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ার কথা।
এদিকে, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসীসহ জেলার মানুষ। বিদ্যুৎ না থাকায় গতকাল দুপুর থেকেই বাসা-বাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থানে পানিসহ নানা সংকট দেখা দেয়। পানির অভাবে ব্যাহত হচ্ছে গৃহস্থালীর কাজকর্ম।
বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চরম দুরবস্থার মধ্যে আছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা। পাশাপাশি কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে।
এদিকে, কী কারণে বিদ্যুৎ উপ-কেন্দ্রটিতে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ- এর চার সদস্যের তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসও।
এর আগে, মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। এতে পুরো সিলেট বিভাগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন