সিলেট সংবাদদাতা : সিলেট কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের দু’দিন পার হলেও জেলায় বিদ্যুৎ সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে। কিন্তু জেলায় বিদ্যুতের চাহিদা ৪০০ মেগাওয়াট, ফলে প্রতিদিনই বিভিন্ন স্থানে ২ থেকে ৩ ঘন্টার লোডশেডিং হচ্ছে। তবে, ৩২০ মেগাওয়াটের ট্রান্সফরমার স্থাপন করা চলছে। এইট শেষ না হওয়া পর্যন্ত আরও কয়েকদিন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ৪৮ ঘন্টা পরও বিদ্যুত সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি সিলেটে। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা। দেখা দিয়েছে পানির সংকট। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভোগান্তি কিছুটা কমেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সিলেটে বিদ্যুতের মোট চাহিদা ৪০০ মেগাওয়াট। এর মধ্যে সরবরাহ করা হচ্ছে মাত্র ৮০ মেগাওয়াট। এজন্য বিদ্যুৎ সরবরাহের সুবিধার্থে কয়েক ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে। তবে, ৩২০ মেগাওয়াটের ট্রান্সফরমার বসানোর কাজ এরইমধ্যে শুরু হয়েছে।
এদিকে, উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-এর চার সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার সকালে সিলেটের কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। পুড়ে যায় সঞ্চালন লাইনের মূল দুটি ট্রান্সফরমার। বন্ধ হয়ে যায় কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন