নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়নণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর বেশ কয়েকটি রাস্তায় পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় সাত বছর ধরে পানির নিচে তলিয়ে থাকায় সড়কের বিভিন্ন অংশ তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ পানি নিষ্কাশনের খালে অবৈধ দখলের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নারায়নগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর রাস্তার দৃশ্য এটি। শিল্পনগরীর পুর্ব গেট থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মাসদাইর পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশ প্রায় ৭ বছর ধরে পানিতে তলিয়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে জমে হাটু পানি। এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পানিতে তলিয়ে থাকা এই রাস্তা দিয়ে চলাচলে তাই দুর্ভোগের পাশাপাশি প্রায়ই ঘটে দুর্ঘটনা। সেই সাথে রয়েছে দুর্গন্ধের ভোগান্তি।
প্রায় সাড়ে চারশো শিল্পকারখানা রয়েছে বিসিক শিল্পনগরীতে। এসব শিল্পকাখানায় কর্মরত কয়েক লাখ শ্রমিকের বেশিরভাগই যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কিন্তু জলাবদ্ধতার কারণে মাত্র দুই কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। বিসিক এবং আশেপাশের বিভিন্ন ডাইং এর বর্জ্য মিশ্রিত নোংরা পানি জমে থাকায় ছড়াচ্ছে চর্মসহ নানা রোগ।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফতুল্লা শিল্পাঞ্চলের পানি নিস্কাশনের একমাত্র পথ কালিয়ানির খাল। কিন্তু এই খালের বেশিরভাগ জায়গাই অবৈধ দখল করে গড়ে উঠেছে শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। ফলে পানি নিস্কাশন হতে না পারায় এমন দুরাবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানান এই জনপ্রতিনিধি।
জনদুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করার পাশাপাশি অতিদ্রুত এই সড়কটি সংষ্কারের দাবি ভুক্তভোগীদের।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন