নিজস্ব প্রতিবেদক: অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক অর্থ রাখার অপরাধে স্বর্ণ চোরাকারবারী ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের নামে তিনটি মামলা করেছে র্যাব।
আজ রোববার (২২ নভেম্বর) সকালে র্যাব বাদী হয়ে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর বাড্ডা থানায় তিনটি মামলা দায়ের করে। সেই সাথে পুলিশের কাছে মনিরকে হস্তান্তর করে র্যাব। গোল্ডেন মনিরকে বাড্ডা থানা থেকে আদালতে নেয়া হয়েছে, শুনানি আজ ৩টায়। তিন মামলায় ২১ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
গত শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মেরুল বাড্ডায় মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে নগদ এক কোটি ৯ লাখ টাকা, ১০ দেশের ৯ লাখ টাকার মূল্যমানের বৈদেশিক মুদ্রা, ৮ কেজি স্বর্ণ, বিদেশি মদ ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়। এছাড়া মনিরের অনুমোদনহীন তিন কোটি টাকা মূল্যের বিলাসবহুল ৫টি গাড়ি জব্দ করা হয়। প্রাথমিকভাবে মনিরের এক হাজার ৫০ কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পেয়েছে র্যাব।
তাসলিমুল আলম: সরকারি-বেসরকারি...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন