নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদের বিরুদ্ধে সাড়ে ৫১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিটের (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৪২ কোটি ৭৫ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও ৮ কোটি ৭৪ লাখ টাকা পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
আজ (সোমবার) দুদক কমিশন এই চার্জশিটের অনুমোদন দিয়েছে। কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। শিগগিরই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।
এর আগে গত ২১ অক্টোবর খালেদ মাহমুদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করলে গত বছরের ১৮ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র ও মাদকসহ র্যাবের হাতে গ্রেফতার হন খালেদ মাহমুদ ভূঁইয়া। তার বিরুদ্ধে একে একে ৫টি মামলা করা হয়। ওই শুদ্ধি অভিযানে সরকারদলীয়সহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিও গ্রেফতার হন।
তাসলিমুল আলম: সরকারি-বেসরকারি...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন