চট্টগ্রাম সংবাদদাতা: আয়রণ শিল্পের কাঁচামাল হিসেবে স্ক্র্যাপ আমদানির বিপরীতে চট্টগ্রাম বন্দরে আসা ১শ’ ১৫ টন কনক্রিট ব্লক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্লক ভর্তি ২০টি কন্টেইনার জব্দ করা হয়।
ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি বাজারের সাকুরা স্টিল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত থেকে ৫শ’৩৬ টন স্ক্র্যাপ আমদানির জন্য একটি ঋণপত্র খোলেন। রূপালী ব্যাংকের ঢাকা দিলকুশা শাখায় খোলা এই ঋণপত্রে পণ্যের মূল্য ধরা হয় ১ লাখ ৭১ হাজার ৫৭৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা।
কিন্তু ঐ ঋণপত্রের বিপরীতে গত ২১ এপ্রিল দুবাইয়ের জাবেল আলি বন্দর থেকে এমভি স্মাইলি লেডি নামে একটি জাহাজে ২০টি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আসে। দীর্ঘদিন পণ্য খালাসের জন্য আমদানিকারক কোন যোগাযোগ না করায় সন্দেহ হলে অভিযান চালায় চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ও এআইআর টিম। এসময় তারা কন্টেইনারগুলোতে ৫৩৬ টন স্ক্র্যাপের পরিবর্তে বাণিজ্যিকভাবে মূল্যহীন বা স্বল্প মূল্যের ১১৫ টন কনক্রিট ব্লক পায়।
এ ঘটনায় টাকা পাচারের কোন প্রচেষ্টা আছে কিনা বা আমদানিকারক কোন প্রতারণার শিকার হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন কাস্টমস কর্তৃপক্ষ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন