খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে পৃথক দু’টি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। আজ (বুধবার) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এ রায় দেন।
২০১৯ সালের পহেলা জানুয়ারি খাগড়াছড়ির মানিকছড়িতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে তাকে দুই লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। অনাদায়ে আরো ৬ মাসের জেল দেওয়া হয়। তবে আসামি বর্তমানে পলাতক রয়েছে।
অপরদিকে, একই আদালত খাগড়াছড়ির রামগড়ে ২০১৯ সালের ৭ জুলাই করা ধর্ষণ মামলায় আবুল কাশেম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। সেই সাথে তাদের এক লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।
এজাজুল হক মুকুল: আবারো সমালোচনা ও...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন