কাজী বাপ্পা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর ২০২০। তাঁর শততম জন্মবার্ষিকীর দিন, ১৭ই মার্চ থেকে শুরু হয়েছে মুজিববর্ষ উদযাপন। স্বাধীন বাংলাদেশ ও বঙ্গবন্ধু একাত্মা। তিনিই একাত্তরের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর ডাকেই মানুষ স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার দ্বারে পৌঁছানোর আগের বছরটি কেমন কেটেছিল বঙ্গবন্ধুর। সেই উত্তাল আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দিনগুলো নিয়ে মুজিববর্ষ জুড়ে বৈশাখী সংবাদের বিশেষ ধারাবাহিক আয়োজন- যাঁর ডাকে বাংলাদেশ।
১৯৭০ সালের নভেম্বরে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে ঘূর্ণিঝড়ের দোহাই দিয়ে সেবছরে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু থেকেই চালিয়ে আসছিলো পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পাকিস্তান পিপলস পার্টি, জামাতে ইসলামীসহ বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলগুলো। এই দাবীর প্রতিবাদ করেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান।
১৯৭০ সালের ২৭শে নভেম্বর ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে নিজ বাসায় সাংবাদিকদের সাক্ষাতকার দেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মুজিব বলেন, “পরীক্ষা ভীত খারাপ ছাত্ররা যেমন অনবরত পরীক্ষা পিছাইতে চায়, এদেশের নির্বাচন-ভীত রাজনীতিকরাও তাই। নির্বাচনে নিজেদের ভরাডুবি সম্পর্কে নিশ্চিত হইয়া কেবলই তারা এখন নির্বাচন পিছাইবার দাবীতে মুখর। গত বন্যার সময়ও ইহারা মানুষের দুর্গতির প্রশ্ন তুলিয়া নির্বাচন পিছাইয়া দেওয়ার ঝড় তুলিয়াছিল। এবারও সেই একইভাবে তাহারা নির্বাচন পিছাইবার চেষ্টা করিতেছে। কিন্তু আমরাও প্রস্তুত। এইবার আমরা পিছাইবো না।” (সূত্রঃ ২৮ নভেম্বর, ১৯৭০; দৈনিক ইত্তেফাক)
সত্তরের এদিন ঢাকায় সংবাদ সম্মেলন করেন তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান। সরকার নির্ধারিত তারিখেই অর্থাৎ ৭ই ডিসেম্বর জাতীয় এবং ১৭ই ডিসেম্বর প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন বাঙালী বিরোধী এই শাসক। তবে, ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় নির্বাচনের তারিখ ৭ই ডিসেম্বরের পর নির্ধারণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান ইয়াহিয়া খান। জাতীয় ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে ৩রা ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথাও ঘোষণা করেন।
কাজী বাপ্পা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ...
বিস্তারিতবিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতকাজী বাপ্পা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ...
বিস্তারিতবিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতকাজী বাপ্পা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন