কাজী বাপ্পা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর ২০২০। তাঁর শততম জন্মবার্ষিকীর দিন, ১৭ই মার্চ থেকে শুরু হয়েছে মুজিববর্ষ উদযাপন। স্বাধীন বাংলাদেশ ও বঙ্গবন্ধু একাত্মা। তিনিই একাত্তরের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর ডাকেই মানুষ স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার দ্বারে পৌঁছানোর আগের বছরটি কেমন কেটেছিল বঙ্গবন্ধুর। সেই উত্তাল আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দিনগুলো নিয়ে মুজিববর্ষ জুড়ে বৈশাখী সংবাদের বিশেষ ধারাবাহিক আয়োজন- যাঁর ডাকে বাংলাদেশ এর আজ ২৪৯ তম প্রতিবেদন।
আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানের একান্ত প্রচেষ্টা ও চাপে সত্তর সালের নভেম্বরে তৎকালীন পূর্ব বাংলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে রাজি হয়েছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। ১৯৭০ সালের ৩০শে নভেম্বর ঢাকায় অবস্থান করেছিলেন পাকিস্তানের বাঙালি বিরোধী সামরিক শাসক ইয়াহিয়া খান। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের সাথে আলোচনা করে, বাংলা দেশের প্রাকৃতিক দুর্যোগজনিত সংকট নিরসনে ৮৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেন ইয়াহিয়া। একই সাথে জরুরী ভিত্তিতে বিধ্বস্ত এলাকায় পুনর্বাসন কাজ শুরু করতে প্রশাসনকে নির্দেশও দেন।
ইয়াহিয়া সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান। সত্তরের এদিন প্রেসিডেন্ট ইয়াহিয়াকে পাঠানো এক তার বার্তায় শেখ মুজিব বলেন, “দেশের জন্মলগ্ন থেকে প্রাকৃতিক দুর্যোগের করালগ্রাসে ভুক্তভোগী এই বাংলা এবং এর জনগণ। স্বাধীনতার আদিতেই যেই উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, স্বাধীনতার ২৩ বৎসর পর তাহা নেওয়া হইতেছে। এটি অবশ্যই একটি মহতি উদ্যোগ। কিন্তু পূর্বেই যদি এই উদ্যোগ নেওয়া হইত, তাহা হইলে এই দশ লাখ মানুষকে জীবন দিতে হইত না। প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ধন্যবাদ জানাইতেছি, বিলম্বে হইলেও সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য।” (সূত্রঃ ১ ডিসেম্বর, ১৯৭০; দৈনিক ইত্তেফাক)
সত্তরের এদিন, পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে অংশ নিতে নিজেদের সম্মতির কথা জানায় ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ এবং বাঙালী বিরোধী পাকিস্তান জামায়াতে ইসলামী।
কাজী বাপ্পা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ...
বিস্তারিতবিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতকাজী বাপ্পা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ...
বিস্তারিতবিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতকাজী বাপ্পা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন