আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকরা। দাবি মানা না হলে রাজধানী নয়া দিল্লিতে প্রবেশের পাঁচটি রাস্তা অবরোধের হুমকি দিয়েছেন তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনার প্রস্তাব দিলেও তা মানতে নারাজ কৃষকরা।
কৃষকদের টানা আন্দোলনে উত্তপ্ত ভারত। রাজধানী নয়া দিল্লিতে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের প্রতিবাদে এই আন্দোলনে নানাভাবে সামিল হচ্ছেন অন্যরাও। কৃষকদের লড়াইয়ে অংশীদার হতে কম্বল ও শীতবস্ত্র পাঠিয়েছে বহু মানুষ। আন্দোলনে সমর্থন জানিয়েছে কংগ্রেস, সিপিআইএম, সিপিআইসহ বিভিন্ন রাজনৈতিক দল।
শনিবার দিল্লিতে ঢোকার জাতীয় সড়ক অবরোধ করে রাখেন কৃষকরা। এসময়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সড়ক ছেড়ে দিতে শর্ত দিয়েছিলেন। তিনি বলেন, তেসরা ডিসেম্বর সরকারের সঙ্গে চাষীদের আলোচনার সময় নির্ধারিত রয়েছে। তবে, চাষীরা চাইলে তার আগেই আলোচনা হতে পারে।
যদিও, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে কৃষকরা বলছেন শর্তজুড়ে দেয়া আলোচনায় বসতে রাজি নয় তারা। দাবি আদায় না হলে দিল্লিতে প্রবেশের পাঁচটি প্রধান সড়ক অবরোধ করার হুমকিও দিয়েছেন তারা।
গত ২৭ সেপ্টেম্বর ভারতের লোকসভায় বিতর্কিত কৃষি সংস্কার বিল পাস হয়। কৃষকদের বিক্ষোভ ও বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই এতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর প্রতিক্রিয়ায় ভারতের সবচেয়ে বড় দুই কৃষিভিত্তিক রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় শুরু হওয়া বিক্ষোভ গড়িয়েছে দিল্লি পর্যন্ত। নতুন আইনে সরকার নিয়ন্ত্রিত পাইকারি কৃষিবাজার বাতিল, ফসল ওঠার আগে নির্ধারিত দামে চুক্তিভিত্তিক আবাদ এবং ফসল মজুতে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেয়া হয়েছে। কৃষকের শঙ্কা, এতে ফসলের দাম নির্ধারণ করার ক্ষমতা চলে যাবে ব্যবসায়ীদের হাতে। ন্যায্য দাম পাবেন না তারা।
অনলাইডন ডেস্ক: হোয়াইট হাউস ছেড়ে...
বিস্তারিতআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন