নিজস্ব প্রতিবেদক: আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়নো হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সময় বাড়ানো হয়েছে। আজ (সোমবার) বিকেলে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসময় তিনি জানান, সময় বৃদ্ধি না করলে অনেকেই অসুবিধায় পড়বেন। ৫০ লক্ষ ৭২ হাজার টিনধারীর মধ্যে মাত্র ১৫ লক্ষ রিটার্ন পেয়েছি বলে জানান এনবিআর চেয়ারম্যান।
এর আগে রোববার (২৯ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, তেমন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হওয়ায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হচ্ছে না। এ সময় তিনি জরিমানা বাধ্যতামূলক নয় বলেও জানান।
চেয়ারম্যান বলেন, জরিমানার বিষয়টি নমনীয় রাখা হয়েছে। ৩০ নভেম্বরের পর সময় বাড়ানোর আবেদন করা যাবে, তবে জরিমানা মওকুফ বাধ্যতামূলক না, কর কমিশনার চাইলে তা মওকুফ করতে পারেন।
চলতি অর্থবছরে কী পরিমাণ কালো টাকা সাদা হয়েছে তা ৩০ নভেম্বরের পর জানা যাবে বলেও জানান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন