আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে হুথি সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আট সৌদি সেনা নিহত হয়েছে। ওই হামলায় আরো সাত সেনা আহত হয়েছে। রোববার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় বদর-পি ব্যালাস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে।
সামরিক বাহিনীর মুখপাত্র সারিয়ি বলেন, যতদিন সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চলবে ততদিন ইয়েমেনি সামরিক বাহিনীও পাল্টা হামলা চালাবে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধে সৌদি-আমিরাত জোট সমর্থিত সরকারের সাথে বিদ্রোহ করে হুথিরা রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চল ২০১৪ সাল থেকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
২০১৫ সাল থেকেই সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে সামরিক অভিযানসহ সকল প্রকার সহায়তা করে আসছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন