রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত প্রতারকরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আব্দুল খাঁনের ছেলে হাসান খাঁন ও একই এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে মাহমুদ হাসান।
আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে মহানগরীর লক্ষীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহম্মেদ আল মামুন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা কৌশলে সাধারণ মানুষের সাথে প্রতারনার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।
আবু আহম্মেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত বিকাশ প্রতারক চক্রের সদস্যরা মহানগরীর এক কলেজ ছাত্রীর কাছে কৌশলে ৫১ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ডিবি ডিসি নিজেই তথ্য প্রযুক্তি’র সাহায্যে ও ভুক্তভোগী ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে প্রতারক চক্রের সদস্যদের মহানগরীর লক্ষীপুর এলাকায় নিয়ে আসায়। পরে তাদের ঘটনাস্থল থেকে ডিবি পুলিশের একটি টিম গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে নগদ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এজাজুল হক মুকুল: আবারো সমালোচনা ও...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: হইচই, নেটফ্লিক্স,...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন