ডেস্ক প্রতিবেদন: রাতভর পূঁজা অর্চনা-আরাধনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে আজ (সোমবার) পূণ্যস্নানের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব পালিত হয়েছে। এ রাস পূর্ণিমাকে ঘিরে প্রতি বছরের মত এবারও সুন্দরবন সংলগ্ন সাগরপাড়ের দুবলার চরের আলোর কোলে জড়ো হয় হিন্দু ধর্মাবলম্বী হাজারও তীর্থ যাত্রী। তবে করোনার সংক্রমণ রোধে এবছর মেলা সাগর পাড়ে কোন মেলা বা উৎসব হয়নি। ঐতিহ্যবাহী এই রাস উৎসবে আসেনি দেশি-বিদেশী দর্শনার্থীরা।
খুলনায় বিভাগীয় রাস উৎসবের আয়োজন হয় জেলার ঘ্যাংরাইল নদীপাড়ের ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা মহামায়া সেবাশ্রমে। এসময় মহামায়া সেবাশ্রমের অধ্যক্ষ নারায়ন চন্দ্র গোস্বামী হিন্দু পূর্ণার্থীদের উদ্দেশ্যে রাস পূর্ণিমা ও গঙ্গা দেবীর পূজা সম্পর্কে আলোচনা করেন। জিয়েলতলায় আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর, মেহেরপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে হিন্দু পূর্ণার্থী জড়ো হন।
মৌলভীবাজারের কমলগঞ্জে রাসলীলা উদযাপন করেছেন মনিপুরি সম্প্রদায়। নানা পোশাক পরে শিশুরা দুপুর থেকে রাখাল নৃত্য পরিবেশন করে। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবছর ১৭৮তম রাসলীলা অনুষ্ঠিত হলো।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি...
বিস্তারিতশাহনাজ ইয়াসমিন: বাজার দরের চেয়ে অনেক...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন