আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানীর সংখ্যা ১৪ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ৬ কোটি ৩৬ লাখের বেশি। এদিকে, চূড়ান্ত ট্রায়ালের পর নিজেদের টিকা করোনা প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে টিকাটির অনুমোদনের জন্য আজ আবেদন করবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, সংক্রমণ বাড়ায় বিধিনিষেধ বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশে।
দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে নতুন ৫ লাখের বেশি রোগি শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে। আর সবশেষ ৮ হাজারসহ মৃতের সংখ্যা পৌনে ১৫ লাখ।
আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখনো দৈনিক অন্তত দেড় লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সেখানে মোট প্রাণহানী পৌনে তিন লাখ। ইউরোপে দ্বিতীয় দফা বাড়তে থাকা সংক্রমণে লকডাউন চলছে অনেক দেশে। সংক্রমণ বাড়ায় দেশজুড়ে এক সপ্তাহের কারফিউ জারি করেছে তুরস্ক।
এদিকে, চূড়ান্ত ট্রায়ালের ফলাফলের পর নিজেদের টিকার করোনা প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকারিতার কথা জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি দাবি করে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আজ আবেদন করবে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, করোনার টিকার ট্রায়ালে অংশ নেয়ার পর অসুস্থ হয়ে পড়ায় ভারতে সিরাম ইনস্টিটিউটের কাছে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে এক ব্যক্তি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন