নিজস্ব প্রতিবেদক: শিগগিরই নতুন সড়ক পরিবহন আইন পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২৭ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এসময় দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন এ খাতের বিশ্লেষকরা।
সড়কে মৃত্যুর মিছিল দেশে নিত্যদিনের ঘটনা। নানা উদ্যোগের পরও দুর্ঘটনা যেমন কমছে না তেমনি কমছে না মৃত্যুও।
এমন প্রেক্ষাপটে আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হয় এই গোলটেবিল বৈঠক। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বৈঠকে সড়কে দুর্ঘটনা না কমার কারণ তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
ভার্চ্যুয়াল আলোচনায় সড়কের আধুনিকায়নে জোর দেন বক্তারা। বলেন সমন্নিত উদ্যোগ না থাকায় সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না। এজন্য সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
নতুন সড়ক আইন পুরোপুরি কার্যকর হয়নি স্বীকার করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের চেষ্টা করছে সরকার।
একইসাথে দুর্ঘটনা রোধে মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি বেপরোয়াভাবে গাড়ি না চালাতে চালকদের নির্দেশ দেন তিনি।
চট্টগ্রাম সংবাদদাতা: প্রধানমন্ত্রী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন