নাটোর সংবাদদাতা: নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার) সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ইমদাদুল হক আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত রুবেল হোসেন বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ফাতেমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে রুবেল। কিন্তু ফাতেমা আত্মহত্যা করেছে বলে দাবি করে সে। এ ঘটনায় ফাতেমার বোন আকলিমা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ৪ জনকে আসামী করে মামলা করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম তদন্ত শেষে রুবেলকে অভিযুক্ত করে একজনের নামে আদালতে চার্জশিট দেন। আদালত ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও মামলার আলামত বিশ্লেষণ করে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রুবেল হোসেনকে মৃত্যুদন্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করে রায় দিয়েছে আদালত।
আগামী ৭ দিনের মধ্যে আসামীপক্ষ উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন