রংপুর সংবাদদাতা: রংপুরের পীরগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি রিয়াদ প্রধানকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ধলি বেগমকে খালাস দেয়া হয়।
আজ (মঙ্গলবার) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান ভার্চুয়াল কোর্টের মাধ্যমে এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুন উপজেলার দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে আম দেয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী রিয়াদ। পরে তার মরদেহ নিজ ঘরের খাটের নিচে পুঁতে রাখে।
ঘটনার ৪ দিন পর চুমকির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চুমকির বাবা শাহজাহান আলী বাদী হয়ে মামলা করেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন