মাদারীপুর সংবাদদাতা: নদী শাসনের কারণে কাঁঠালবাড়ী থেকে বাংলাবাজারে সরিয়ে নেয়া ঘাট থেকে সব ধরণের নৌযান চলাচল করছে। আজ (মঙ্গলবার) সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে পুরোদমে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
এর আগে, গত ১৬ নভেম্বর বেশ কয়েকটি ফেরি পরীক্ষামূলক চালু করা হয় বাংলাবাজার ঘাট দিয়ে। পরে পর্যায়ক্রমে ফেরিগুলো ধীরে ধীরে নতুন ঘাটে নিয়ে আসা হয়। গতকাল বিকেল থেকে পরীক্ষামূলক লঞ্চ ও স্পীড বোট চালু করে কর্তৃপক্ষ। তবে আজ (০১ ডিসেম্বর) সকাল থেকে লঞ্চ, স্পীডবোট সহ সবধরণের নৌযান চলাচল শুরু করে বাংলাবাজার নতুন ঘাটে। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১৯টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ২ শতাধিক স্পীডবোট নিয়মিত চলাচল করছে।
বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফ্র্রিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, পদ্মা সেতুর নদী শাসন কাজের জন্য কাঁঠালবাড়ী ফেরিঘাট বাংলাবাজারে নেয়া হয়েছে। সেখান থেকে গত ১৬ নভেম্বর পরীক্ষামূলক কয়েকটি ফেরি চালু করা হয়। ধীরে ধীরে সব ফেরিই কাঁঠালবাড়ী থেকে বাংলাবাজার ঘাটে স্থানান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি...
বিস্তারিতশাহনাজ ইয়াসমিন: বাজার দরের চেয়ে অনেক...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন