নিজস্ব প্রতিবেদক: পণ্য বাজারজাত করণে জেএমআই মার্কেটিং লিমিটেডের সহযোগী হিসেবে যাত্রা শুরু করেছে জাপানি প্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশন। মঙ্গলবার সকালে, রাজধানীর জেএমআই গ্রুপের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
এসময় জানানো হয়, জেএমআই গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদিত যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করবে নিপ্রো-জেএমআই মার্কেটিং লিমিটেড। এছাড়া, আমদানি করা চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতিও বাজারজাত করবে নতুন এই প্রতিষ্ঠানটি।
নিপ্রো কর্পোরেশন বিশ্বের অন্যতম বৃহৎ মেডিকেল ডিভাইস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ও প্যাকেজিং উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান।
জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিপ্রো কর্পোরেশনের প্রতিনিধি শিগেতমি হিসাও। এসময়, আব্দুর রাজ্জাক জানান, নিপ্রো বাংলাদেশের স্বাস্থ্যখাতে জাপানী বিনিয়োগকারী প্রথম প্রতিষ্ঠান। যা স্বাস্থ্যখাতে অবদান রাখবে।
নিপ্রো কর্পোরেশন জেএমআই গ্র“পের বিভিন্ন প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। জেএমআই গ্রুপের উৎপাদিত চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম নিপ্রো-জেএমআই মাকেটিং লিমিটেড দেশের বাজারে সরবরাহ করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নিপ্রো এশিয়া পিটিই লিমিটেডের উধ্বর্তন কর্মকর্তা শিগেতমি হিসাও জেএমআই গ্রুপের সাথে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত করার মধ্য দিয়ে ভোক্তার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে নিপ্রো-জেএমআই মাকেটিং লিমিটেড।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, বিজনেস ডেভেলপমেন্ট প্রধান অভিজিৎ পালসহ অনেকে।
নিজস্ব সংবাদদাতা: অ্যান্টিবায়োটিক...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন