ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস এবং ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি। হাঙ্গেরিতে জি গ্র“পের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে স্বাগতিক ক্লাব ফেরেঙ্কভারোস এফসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থেকে নিজেদের গ্র“পের শীর্ষ স্থান ধরে রেখেছে কাতালান জায়ান্টরা।
আজকের ম্যাচে ফেরেঙ্কভারোসকে হারিয়ে নিজেদের গ্র“পের শীর্ষে থেকে পরবর্তি নকআউট পর্ব নিশ্চিত করতে চায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এদিকে, ঘরের মাঠে বার্সার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করতে চায় হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোসও। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। ইতালিতে একি গ্রুপের ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে স্বাগতিক জুভেন্টাস। ওল্ড ট্রাফোর্ডে এইচ গ্র“পের ম্যাচে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ পিএসজি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন