নিজস্ব প্রতিবেদক: দেশে উন্নত প্রযুক্তির গাড়ি তৈরীর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ বিষয়ে একটি নীতিমালা তৈরী হচ্ছে।
দেশের বাজারে গাড়ি ব্যবসার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আজ (বুধবার) পলিসি রিসার্চ ইনিস্টিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান সালমন এফ রহমান।
দেশে উন্নত প্রযুক্তির গাড়ি তৈরীর পরিকল্পনা ইতিবাচক বলে জানান এ খাতের সংশ্লিষ্টরা। তবে নতুন শিল্প তৈরীর ক্ষেত্রে নানা ঝুঁকি আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এজন্য প্রথমে অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক বাজার তৈরি করতে হবে বলে জানান তারা।
অনুষ্ঠানে পিআরআইয়ের পরিচালক আহসান এইচ মনসুর, এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদসহ সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার (২৭...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন