নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুন্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল রঞ্জন সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চিরবিদায়েরকালে এই বীর মুক্তিযোদ্ধাকে প্রদান করা হয় রাষ্ট্রীয় সম্মাননা। এরপর রাউজানের কুন্ডেশ্বরীতে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা ও ঐতিহ্যবাহী কুন্ডেশ্বরী ঔষাধালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল রঞ্জন সিংহ আর নেই। তিনি কুন্ডেশ্বরী ঔষাধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ নুতন চন্দ্র সিংহের পুত্র। বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামজুড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রফুল¬ রঞ্জন সিংহ। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। গত দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বীর এই মুক্তিযোদ্ধা।
রাউজানের কুন্ডেশ্বরীতে পারিবারিক শ্মশানে সকাল ১১ টার দিকে তাঁর শেষকৃত্যর আনুষ্ঠানিকতা শুরু হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রামের গণমান্য ব্যক্তিরা। এর আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফুল রঞ্জন সিংহ। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার অন্যতম সাক্ষীও ছিলেন তিনি।
শাহনাজ ইয়াসমিন: বাজার দরের চেয়ে অনেক...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন