ইউসুফ রানা: নির্মাণ কাজের মৌসুমে দফায় দফায় বাড়ছে রডের দাম। কেবল ডিসেম্বর মাসেই প্রতি টন রডের দাম বেড়েছে ১০ থেকে ১৩ হাজার টাকা। সেই সাথে বেড়েছে লৌহজাত অন্যান্য নির্মাণ সামগ্রীর দামও। ফলে নির্মাণ কাজে নেতিবাচক প্রভাব পড়েছে। আবাসন খাতের ব্যবসায়িরা বলছেন, প্রতি বছর নির্মাণ কাজের মৌসুমে অতি মুনাফার লোভে সিন্ডিকেট করে দাম বাড়ায় উৎপাদকরা।
করোনার প্রথম ধাপের সংক্রমণের পর লকডাউন শেষে নির্মাণ কাজে কিছুটা গতি ফিরেছিলো। কাজে ফিরেছিলেন এই খাতের ৩০ লক্ষাধিক শ্রমিক। কিন্তু নির্মাণ কাজের অন্যতম অনুষঙ্গ রডের দাম বাড়ায় এ খাতে আবারো শংকা দেখো দিয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, নভেম্বর মাসে প্রকারভেদে প্রতি টন রডের দাম ছিলো ৪৫ থেকে ৫৫ হাজার টাকা।এরপর দফায় দফায় বেড়ে বর্তমানে প্রতি টন রড বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৬ হাজার টাকায়।
প্রতিটন রডের বর্তমান দাম আগের দাম
বিএসআরএম ৬৬ হাজার টাকা ৫৫ হাজার টাকা
বন্দর স্টিল ৬১ হাজার টাকা ৫০ হাজার টাকা
জিএসআরএম ৫৮ হাজার টাকা ৪৫ হাজার টাকা
রহিম স্টীল ৬৩ হাজার টাকা ৫৩ হাজার টাকা
রডের পাশাপাশি বাড়ছে লৌহজাত অন্যান্য নির্মাণ সামগ্রীর দামও। এক মাসের ব্যবধানে প্রতি কেজি নাট বোল্টুর দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। ব্যাবসায়িরা জানান, নির্মাণ সামগ্রির দাম বাড়ায় বিক্রি কমেছে। আয় কমেছে এই খাতের শ্রমিকদেরও।
আবাসন ব্যবসায়িদের অভিযোগ, অতিরিক্ত মুনাফার লোভে নির্মাণ কাজের মৌসুমে সিন্ডেকেট করে এসব সামগ্রির দাম বাড়িয়ে দেন উৎপাদকরা।
নির্মাণ সামগ্রীর দাম এভাবে বাড়তে থাকলে উন্নয়ন কাজের গতি কমে যাওয়ার আশংকার কথাও বলেন নির্মাণ শিল্পের উদ্যোক্তারা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন