ফাহিম মোনায়েম: ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন খ্যাতিমান ড্রামার ও সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি। দিনদিন বাড়ছে সংক্রমণ। তবে, হাল ছাড়েননি শিল্পী। দূরারোগ্য এই ব্যাধির সাথে বেঁচে থাকার লড়াই করছেন তিনি। সঙ্গীত ও মঞ্চে দূরন্ত ছন্দ ছড়িয়ে দেয়া ড্রামার সুব্রত বড়ুয়া রনি স্বপ্ন দেখছেন আবারও শিল্পের ভুবনে প্রত্যাবর্তনের। এজন্য সবার শুভ কামনা চাইলেন স্বজন ও শুভাকাঙ্খীরা।
এক সময় সুর আর ছন্দ ছড়িয়েছেন ড্রামার সুব্রত বড়ুয়া রনি। সঙ্গীতের ভুবনে আছেন পাঁচ দশক ধরে। স্বাধীনতার ঠিক পরের বছর চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ গঠন করে গানের দল সোলস। যাদের অন্যতম সুব্রত বড়ুয়া রনি। সেই ব্যান্ডের হয়েই সুদীর্ঘ পথচলা তার।
কিন্তু ছন্দময় সেই পথচলা এখন ছন্দহীন। দূরারোগ্য ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে এই শিল্পীর শরীরে। তিনি এখন গানের জগত থেকে অনেক দুরে।
রাজধানীর মিরপুরে ডেল্টা হাসপাতালে চিকিৎসা চলছে সুব্রত বড়ুয়া রনির। চিকিৎসকরা জানালেন, ফুসফুসের ক্যন্সার ছড়িয়ে গেছে সারা শরিরে।
সুব্রত বড়ুয়া রনির হাত ধরে সোলস ব্যন্ডে এসেছেন অনেক শিল্পী। হয়েছেন জনপ্রিয়। তারা জানালেন অসুস্থ এই শিল্পীর ভূমিকার কথা। কামনা করলেন সুস্থতা।
খ্যাতিমান ড্রামবাদক সুব্রত বড়ুয়া রনির রোগ মুক্তির জন্য সবার শুভ কামনা চাইলেন শিল্পী ও তাঁর পরিবারের সদস্যরা।
চারুকলায় পড়াশুনা শেষে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ডিজাইনিং। তবে সংগীতেই অন্তঃপ্রাণ সুব্রত বড়ুয়া রনি। তাই প্রার্থণা, অসুস্থতার দুয়ার থেকে তিনি আবার ফিরে আসুন স্বাভাবিক জীবনে, সুরের ভুবনে।
অনলাইন ডেস্ক: ভারতীয় শাস্ত্রীয়...
বিস্তারিতনিজস্ব সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন