নিজস্ব সংবাদদাতা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের কোনো বিষয়ে মতের পার্থক্য হতে পারে, তবে সময়ের ব্যবধানে তা ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের দুই নব নির্বাচিত সদস্যর শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব পালনকালে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। সময়ের ব্যবধানে সব সমস্যার সমাধান হবে।
সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মামলা হোক তিনি তা চাননি বলে জানতে পেরেছি এবং মামলা প্রত্যাহার করবেন বলে আমি সংবাদ পেয়েছি।’
দুই মেয়রের দ্বন্দ্ব নিয়ে বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি সব কিছুতেই ইস্যু খোঁজে। বিএনপি’র অযৌক্তিক কোনো ইস্যু অথবা নেতিবাচক মন্তব্য দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না এবং এনিয়ে উদ্বেগ হওয়ার কোন কারণ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি বৃহৎ দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নেতৃত্ব দিচ্ছেন। দুই মেয়রের মধ্যে মতপার্থক্য দলের মধ্যে কোন ভাবমূর্তি ক্ষুন্ন হবে না।
এসময় রাজধানীর খাল দখলমুক্ত করতে দুই সিটি কর্পোরেশনকে সরকার সার্বিক সহায়তা করবে বলে জানান মন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা: ডিজিটাল নিরাপত্তা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন