আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে গেল একদিনে আরো সাড়ে ১৫ হাজার মানুষের প্রাণ গেছে। এনিয়ে মোট মৃত্যু ১৯ লাখ ৭০ হাজার ছাড়ালো। আর গত ২৪ ঘন্টায় নতুন সাড়ে ৬ লাখ সহ মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৯ কোটি ২০ লাখের বেশি। এদিকে, যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে দিনদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান ভিন দিওয়াকর।
অন্যদিকে, করোনা অতিমারির কারণে বন্ধ থাকা স্কুলের কার্যক্রম আরও বাড়লে সে ক্ষতির ভার শিশুরা বইতে পারবে না বলে মন্তব্য করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। এছাড়া, শনিবার থেকে শুরু হতে যাওয়া টিকাদান কর্মসূচিকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছেছে অক্সফোর্ড উদ্ভাবিত করোনার টিকা ‘কোভিশিল্ড’। আর যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো সাফারি পার্কে প্রথমবারের মতো ৮টি গরিলার দেহে করোনা শনাক্ত হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন