নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে এনসিসি ভবনের নিচতলায় এসি বিস্ফোরণে একজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ৬ জন। আজ বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের সামনের অংশের কাঁচের দেয়াল ভেঙ্গে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর ইম্পেরিয়াল ফিনান্সিয়াল ১৪তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এর আগে ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় আহত ৬জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে এবং এসি কন্ট্রোলরুম থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি। তবে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিট সেখানে অবস্থান করছে। তবে কীভাবে এ বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন