কক্সবাজার সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (১৫ জানুয়ারি) কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভার উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নকআউট পদ্ধতিতে সাতদিন ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্ট জেলার আট উপজেলার আটটি দল অংশ নেবে।
আজ (বুধবার) বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দীন কবিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, পৃষ্ঠপোষক সংস্থা ‘সেব’ এর সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, ম্যাচ কমিশনার অধ্যক্ষ জসিমউদ্দিন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন