আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের ভয়াবহ তুষারপাতে স্থবির স্পেনের জনজীবন। এরইমধ্যে দেশটিতে শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। এরই মধ্যে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাজধানী মাদ্রিদের পূর্বাঞ্চলের তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
হাড়কাঁপানো নয়, রীতিমতো হাড় জমে যাওয়া ঠাণ্ডার মধ্যে আছে স্পেনের মানুষজন। তুষারঝড় ফিলোমেনার পর এবার প্রবল শৈত্যপ্রবাহ শুরু হয়েছে দেশটিতে। স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন।
মঙ্গলবার রাজধানী মাদ্রিদের পূর্বাঞ্চলে তাপমাত্রা নেমে আসে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশটিতে গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। ভয়াবহ এ পরিস্থিতিতে বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কয়েকদিনের তুষারপাত ও শৈত্যপ্রবাহে এরই মধ্যে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। মাদ্রিদের হাসপাতালগুলোতে বরফের কারণে দুর্ঘটনায় আহত প্রায় দেড় হাজার মানুষ ভর্তি হয়েছেন। রাস্তার বরফ সরাতে ১ হাজার ৩০০টির বেশি বরফকাটা গাড়ি নামানো হয়েছে।
এদিকে, জাপানে এখনো ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। তুষারে ঢাকা পড়েছে দেশটির নিগাতা, তোয়ামা, ইশিকাওয়া, ফুকুই ও গিফু প্রিফেকচার অঞ্চল। বাসিন্দাদের, তুষার ধস, ছাদ থেকে পড়া তুষার ও বৈদ্যুতিক তারের ওপর জমা তুষারের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন