ক্রীড়া প্রতিবেদক: আসন্ন টেস্টে বাংলাদেশের স্পিনারদের মোকাবেলার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। নিজেদের মাঠে টেস্টে বাংলাদেশ স্পিন বোলারদের নিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে। তাই তাদের নিয়ে ক্যারিবিয়রাও হোম ওয়ার্ক করে এসেছে।
এছাড়া দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানকে নিয়েও বাড়তি সতর্ক থাকবে তারা, ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানান ব্র্যাথওয়েট।
তিনি বলেন, সাকিব আল হাসান দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। সে বিশ্বের সেরা অলরাউন্ডার, ভালো খেলার জন্য সাকিব ক্ষুধার্ত হয়ে থাকবে সেটা নিয়ে কোন সন্দেহ নেই। তবে আমাদের প্রস্তুতি রয়েছে টেস্টে বাংলাদেশকে মোকাবেলা করার।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন