ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) রাতে শৈলকূপার কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের জেরে এই ঘটনা ঘটেছে।
এরআগে, বুধবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার কবিরপুর এলাকায় প্রচারণা চালানোর সময় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী নিহত হন।
পুলিশ জানায়, বুধবার রাত ৮ টার দিকে শৈলকুপার কবিরপুর এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন খান সমর্থকদের মাঝে প্রচারণা নিয়ে সংঘর্ষ বাধে। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টুসহ ২জন আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিয়াকত আলী বল্টুকে মৃত ঘোষণা করেন।
।
চাঁদপুর সংবাদদাতা: মিয়ানমারের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন