আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গঙ্গা নদীর তীরে লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয়েছে এ বছরের কুম্ভ মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র ও বিশ্বের অন্যতম বড় জনসমাগম হিসেবে পরিচিত এই মেলা। করোনাভাইরাসের মহামারির মধ্যেও বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে এই মেলা শুরু হয়।
প্রতি বছর সাড়ে তিন মাস ধরে চললেও মহামারীর কারণে এবার মাত্র ৪৮ দিন কুম্ভ মেলা চলবে। এই মেলায় লাখ লাখ মানুষ অংশ নেয়। তবে এবছর করোনার ঝুঁকি বিবেচনায় স্থানীয় কর্মকর্তারা বেশি মানুষকে অংশগ্রহণে নিরুৎসাহিত করেছেন। কুম্ভ মেলায় আসার আগে সবাইকে করোনা শনাক্তকরণ পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। সব সময় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।
এদিকে আয়োজকরা জানিয়েছেন, তারা অতিমারী সংক্রান্ত সব নির্দেশনা অনুসরণ করছেন। তবে স্থানীয় গণমাধ্যমগুলে জানিয়েছেন, খুব অল্প সংখ্যক মানুষই এসব নির্দেশনা অনুসরণ করছেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন