ঝিনাইদহ সংবাদদাতা: অবৈধভাবে ভারতে পাচারকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২টি স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার খোশালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের নওশের আলির ছেলে আব্বাস আলী ও চাঁদপুর জেলার মতলব উপজেলার চিংগারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে টুটুল মিয়া।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোশালপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে টুটুল মিয়া ও আব্বাস আলী নামের দু’জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে প্রায় ২৪ ভরি ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করে আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন