বরগুনা সংবাদদাতা: দখলদারদের কারণে অস্তিত্ব হারাতে বসেছে পায়রা ও বিষখালী নদীর শাখা বরগুনার খাকদোন নদ। গত দুই দশকে নদটি পরিণত হয়েছে মরা খালে। দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণ করায় এটি সরু হয়ে যাচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে শিগগিরি আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ।
পায়রা ও বিষখালী নদীর শাখা বরগুনার খাকদোন নদ। একসময় পৌনে এক কিলোমিটার প্রশস্ত ছিল নদটি। গত দুই দশকে নদের ২৪ কিলোমিটার দৈর্ঘ্যরে মধ্যে ১৫ কিলোমিটারই মরাখালে পরিণত হয়েছে। বাকি নয় কিলোমিটারের মধ্যে মাত্র ৬ কিলোমিটার নৌযান চলাচলের উপযোগী।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখল, রক্ষণাবেক্ষণের অভাব ও সংশ্লিষ্ট বিভাগের অবহেলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। দখলদারদের উচ্ছেদ ও নদে খনন করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি তাদের।
দখল অব্যাহত থাকলে নদটি একসময় অস্তিত্ব হারাতে পারে বলে আশংকা স্থানীয় নাগরিকদের।
নদী বন্দর ও পরিবহনের সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, খাকদোন নদ দখলমুক্ত করতে দখলদারদের তালিকা তৈরী করা হয়েছে।
আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন