ভোলা সংবাদদাতা: মহিষ পালনের জন্য বিখ্যাত জেলা ভোলা। তবে চলতি শীত মৌসুমে খাদ্য সংকট ও নানা রোগ বালাইয়ের কারণে মহিষ পালন নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। অসুস্থ হয়ে বিভিন্ন খামারে প্রায়ই মহিষের মৃত্যু হচ্ছে। তবে আতংকিত হওয়ার কিছু নেই জানিয়ে খামারিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রাণীসম্পদ বিভাগ।
ভোলার উপকূলীয় বিভিন্ন চরাঞ্চলে মহিষ পালন করা হয় বহু বছর ধরেই। সরকারি ও বেসরকারি পর্যায়ে এখানে গড়ে উঠেছে অনেক খামার। সেখানে আয়ের প্রধান উৎস দুধ বিক্রি ও কোরবানীর ঈদে পশুর হাটে মহিষ বিক্রি। ভালো লাভ হওয়ায় গেলো কয়েক বছরে ভোলার চরাঞ্চলে খামারের সংখ্যা বাড়ছে।
তবে ঘাস ও বিশুদ্ধ পানির তীব্র সংঙ্কট দেখা দেয়ায় দুর্বল হয়ে পড়ছে মহিষ, কমে গেছে দুধ উৎপাদন। এছাড়াও দেখা দিয়েছে চর্ম, ক্ষুরা ও বাত রোগ। নদীর লবনাক্ত পানি খেয়ে ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে মহিষ। কোথাও কোথাও আবার অসুস্থ হয়ে মারা যাচ্ছে মহিষ। সব মিলিয়ে বিপাকে রয়েছেন খামারিরা।
এই অবস্থায় শীত মৌসুমে নানা রোগে মহিষের আক্রান্তের বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি চিকিৎসকদের সাথে পরামর্শ নিতে খামারীদের প্রতি আহবান জানান প্রাণীসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার ।
জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে হিসেবে ভোলার সাত উপজেলার ২১টি চরে ১৭৩টি মহিষের খামার রয়েছে। যেখানে মহিষ রয়েছে ১ লাখ ২৪ হাজার। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা প্রায় দ্বিগুণ।
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন