মাগুরা সংবাদদাতা: মাগুরায় এবার গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাইয়ের আক্রমণ না হওয়ায় বাড়তি উৎপাদন ও লাভের প্রত্যাশা করছেন তারা। আর ভালো লাভ পাওয়ায় গম চাষে এখানকার কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।
বিস্তীর্ণ ক্ষেতজুড়ে গমের এমন দৃশ্য এখন চোখে পড়বে মাগুরার বিভিন্ন এলাকায়। সব থেকে বেশি চাষ হয়েছে শ্রীপুর উপজেলায়। এবার সেখানে গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। যাদের এখন ব্যস্ত সময় কাটছে গম ক্ষেত পরিচর্যায়।
চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে গম কাটা। প্রতিমণ ৯শ’ থেকে সাড়ে ৯শ’ টাকা দরে বিক্রি হবে বলে ধারণা কৃষকের।
এদিকে গম চাষে প্রয়োজনীয় পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা শ্যামল কুুমার বিশ্বাস।
এবছর শ্রীপুর উপজেলাতেই ১ হাজার ৬শ’ হেক্টর জমিতে গম চাষ হয়েছে।
মুন্সীগঞ্জ সংবাদদাতা: কৃষির উন্নতি...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন