ক্রীড়া ডেস্ক: বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে এবার শামিল হলো বাংলাদেশও। মিরপুরে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়েই শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দু’দলের খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালরা বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
গত বছরের ২৫মে যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে নিহত হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এরপর থেকেই বিশ্বজুড়ে এই ঘটনার প্রতিবাদ হতে থাকে। বাংলাদেশে প্রথমবারের মতো এই প্রতীকি প্রতিবাদ করলেন খেলোয়াড়রা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে এক হাত ওপরে তুলে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তামিম ইকবাল, সাকিব আল হাসানসহ বাংলাদেশ দলের জন্য এই প্রতিবাদ প্রথম হলেও ওয়েস্ট ইন্ডিজ সবশেষ দুই সিরিজে ম্যাচ শুরুর আগে এই প্রতিবাদ জানিয়ে আসছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন