নরসিংদী সংবাদদাতা: দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল দশায় পরিণত হয়েছে নরসিংদীর নারায়ণপুর-বটিবন্দ-দুলালকান্দি সড়ক। খানাখন্দের কারণে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে সড়কটি অতিদ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর-বটিবন্দ-দুলালকান্দি সড়কের দুই প্রান্তে দুটি বড় হাটবাজার। নারায়ণপুর ইউনিয়নসহ পাশর্^বর্তী সল্লাবাদ ইউনিয়ন ও আশেপাশের এলাকার হাজারো মানুষের চলাচলের মাধ্যম ১২ ফিট প্রশস্ত এই সড়কটি ২০০০ সালে নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। নির্মাণের কয়েক বছর পর থেকেই সড়কটির পিচ উঠে গর্ত তৈরি হয়।
বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় বাজারে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে বেড়েছে ভোগান্তি। ফলে বাধ্য হয়ে ১২ কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর।
তিন বছর আগে সড়কটির এক কিলোমিটার সংস্কার করে সড়ক ও জনপথ বিভাগ। চলতি অর্থ বছরে সড়কটি সংস্কারের জন্য ৬০ লাখ টাকার দরপত্র আহবান করা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার।
বেলাব উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করার পাশাপাশি প্রশস্তকরণের দাবি এলাকাবাসীর।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন