নিজস্ব প্রতিবেদক: বোরো ধান আবাদে দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সেই সাথে চলছে চারা পরিচর্যা, রোপন ও জমি প্রস্তুতের কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। ধারণা করছেন, লাভও হবে ভালে। এদিকে বোরো আবাদে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
নেত্রকোনায় বীজতলা থেকে চারা উত্তোলন, জমি চাষ, চারা রোপন, সেচ ও সার প্রয়োগ করায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকে আগাম জাতের উচ্চ ফলনশীল ধানের চারা রোপন করেছেন। আবার কেউ কেউ ব্যস্ত জমি প্রস্তুত করায়।
জেলায় ২৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে।
এদিকে গোপালগঞ্জে ঘনকুয়াশা উপেক্ষা দিনভর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। এবার ধানের দাম বেশি হওয়ায় বোরো ধানের চাষ বেশি হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
বীজতলা পরিচর্যা থেকে ধান কাটা পর্যন্ত চাষিদের সহযোগিতার করার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
অন্যদিকে মাগুরায় জমি চাষ ও চারা রোপণে ব্যস্ত চাষিরা। অনেকেই ব্যবহার করছেন ট্রাক্টর।
এবছর মাগুরায় ৩২ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
নাটোর সংবাদদাতা : নাটোর জেলা আইনজীবী...
বিস্তারিতনাটোর সংবাদদাতা : নাটোরের...
বিস্তারিতডেস্ক প্রতিবেদন: দেশের বিভিন্ন...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন